সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করে দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। গতকাল সন্ধ্যায় নেপালকে ২-১ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
নারী ফুটবলে ২০২২ সালে যে নতুন ইতিহাস রচিত হয়েছিল, এবার সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আবারও নতুন অধ্যায় লিখেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা নেপালের জালে গোল করেন।
গতবারের ধারাবাহিকতায় এবারও চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হচ্ছে। জানা গেছে, নেপাল থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। আগে থেকেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে আনা হয়েছে।
এই বাসে করেই বাফুফে ভবনে যাবেন সাবিনারা। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের সঙ্গে দেখা করবেন। রাতেই মুঠোফোনে সাফজয়ী নারীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।