রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের তথাকথিত বোমা তৈরির কারিগর এবং হত্যা মামলার এজাহারনামীয় আসামী সোহেল, যাকে কসাই সোহেল নামেও জানা যায়, গ্রেফতার হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে র্যাব-২ তাকে আটক করেছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।
এ সংঘর্ষে বোমা বিস্ফোরণে দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া, বোমার আঘাতে অন্তত ২০ জনেরও বেশি আহত হয়েছে।
এএসপি শিহাব করিম বলেন, জেনেভা ক্যাম্পে হাত বোমা ও ককটেল বোমা তৈরি করতো ক্যাম্পের বেশ কয়েকজন বোমা কারিগর, যার মধ্যে কসাই সোহেল অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
সোমবার গাবতলী গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।