সাফজয়ীদের হাতে পৌঁছালো কোটি টাকার বোনাস, ১১ দিনেই হলো বিতরণ
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে গণসংবর্ধনা দেওয়ার দিনই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছিলেন এক কোটি টাকার বোনাসের। সেই প্রতিশ্রুতির ১১ দিনের মধ্যেই সাবিনা খাতুনসহ দলের সদস্যরা তাদের অর্থ বুঝে পেয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে ৩২ জন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালের মধ্যে সমানভাবে এই বোনাস বিতরণ করা হয়েছে, যেখানে প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা। আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন নিজের অফিসিয়াল পেজে।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের স্কোয়াড ছিল ২৩ জনের। এছাড়া, কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার এবং অফিসিয়ালসহ আরও ৯ জন ছিলেন দলে। জাতীয় ক্রীড়া পরিষদ প্রত্যেকের জন্য আলাদা ৩২টি চেক ইস্যু করে বাফুফেকে প্রদান করেছে। চেক গ্রহণের পর বাফুফে কর্তৃপক্ষকে ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে বলা হয়েছে।
এছাড়া, সাফজয়ী এই নারী দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকা এবং বাফুফে আরও দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। চলতি মাসের মধ্যেই প্রতিশ্রুত এই অর্থগুলো পাওয়ার আশা রয়েছে।