শিরোনাম

চট্টগ্রামের জয়, ফিরেই ইবাদতের উইকেট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ইবাদত

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে সিলেটের বিপক্ষে ফলোঅনে খুলনা, তিন দিনে চট্টগ্রামের জয়

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলার উত্তেজনা চলছে কক্সবাজার, চট্টগ্রাম ও রাজশাহীতে। কক্সবাজার একাডেমি মাঠে সিলেট বিভাগের বিপক্ষে ৪৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার ইনিংস থেমেছে ২৭৩ রানে, ফলে ইমরুল কায়েসের দল ফলোঅনে পড়েছে। শেষ ব্যাটসম্যান টিপু সুলতানকে আউট করে এই সাফল্য নিশ্চিত করেন সিলেটের বোলার নাবিল সামাদ। সিলেটের পেসার ইবাদত হোসেন দীর্ঘ বিরতির পর ফিরে ১৫ ওভারে ২ মেডেনে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন।

এদিকে, শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম তিন দিনে বরিশালকে হারিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে। বরিশালকে দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে অলআউট করে, ৮ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ১১৬ রানের দারুণ ইনিংস খেলেন শাহাদাত হোসেন দিপু, তবে ম্যাচসেরা নির্বাচিত হন আশরাফুল হাসান, যিনি একাই ৬ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, রাজশাহীতে ব্যাটিং ব্যর্থতায় বিপাকে পড়ে রাজশাহী বিভাগ। রংপুরের দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে থামালেও, ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানেই ৬ উইকেট হারায় রাজশাহী। চতুর্থ দিন রাজশাহীর জন্য প্রয়োজন ৪ উইকেট, আর জয় থেকে ৪ উইকেট দূরে রংপুর।

সিলেটে ঢাকা মেট্রো নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে, ঢাকা বিভাগের বিপক্ষে ১৭৫ রানের লিড নিয়েছে।

  • জাতীয় ক্রিকেট লিগ
  • বাংলাদেশ
  •