বার্সেলোনায় ইনজুরির ধাক্কা: লামিন ইয়ামাল ও লেভানদোভস্কি মাঠের বাইরে
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল অস্বস্তি অনুভব করায় মাঠে ছিলেন না। এবার বার্সেলোনা তাকে নিয়ে আরও বড় দুঃসংবাদ দিয়েছে। ডান পায়ের গোড়ালির গ্রেড-১ ইনজুরির কারণে ইয়ামাল দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
ক্লাবের প্রকাশিত মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগে খেলতে পারবেন না এই প্রতিভাবান উইঙ্গার। সেইসঙ্গে তিনি মিস করবেন সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচ, ২৬ নভেম্বর ব্রেস্তের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং লাস পালমাসের বিপক্ষে লিগ ম্যাচ। পুনর্বাসন সফল হলে তিনি ৪ ডিসেম্বর মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন। উল্লেখ্য, ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পান ১৭ বছর বয়সী ইয়ামাল।
অন্যদিকে, রবার্ট লেভানদোভস্কির পিঠের পুরনো ইনজুরিতে সমস্যা দেখা দিয়েছে। তবে তার ইনজুরি ততটা গুরুতর নয়, তিনি ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। এর ফলে পোল্যান্ডের হয়ে নেশন্স লিগের ম্যাচে খেলা হবে না তার। তবে বার্সার পরবর্তী ম্যাচেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।