শিরোনাম

র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

ক্রিকেটে বাংলাদেশের শক্তিশালী ফরম্যাট হিসেবে পরিচিত ওয়ানডে। যদিও টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিয়মিত জয় পায় না, তবুও ৫০ ওভারের ফরম্যাটে ধারাবাহিক সফলতা তাদের রয়েছে। তবে, আফগানিস্তান সফরে এই ধারাবাহিকতার ছাপ দেখা যায়নি। সর্বশেষ সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে আফগানিস্তান।

এই হারের প্রভাব পড়েছে বাংলাদেশের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ নিচে নেমে গেছে, আর আফগানিস্তান তাদের পেছনে ফেলে ৮ নম্বরে উঠে গেছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। শীর্ষ দশ দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ছিল ৮৪। আফগানিস্তান সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভের পর তাদের পয়েন্ট হয়েছে ৮৫। বাংলাদেশের পয়েন্টও ৮৫, কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে গিয়ে তারা ৯ নম্বরে চলে গেছে।

এ বছরের মে মাসে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে ছিল। তবে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে পরাজিত করার পর তারা বাংলাদেশের পেছনে ফেলে দিয়েছে। বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে পাকিস্তান।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং (শীর্ষ ১০)

ক্রমদলরেটিং
ভারত১১৮
অস্ট্রেলিয়া১১৩
পাকিস্তান১০৯
দক্ষিণ আফ্রিকা১০৬
নিউজিল্যান্ড১০১
শ্রীলঙ্কা৯৬
ইংল্যান্ড৯২
আফগানিস্তান৮৫
বাংলাদেশ৮৫
১০ওয়েস্ট ইন্ডিজ৭৫