শিরোনাম

গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
অভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড

আহত যোদ্ধাদের ফ্রি চিকিৎসা নিশ্চিতকরণে ইউনিক আইডি কার্ড প্রদানের উদ্যোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও ছয় উপদেষ্টা উপস্থিত ছিলেন।

ডা. সায়েদুর রহমান বলেন, “আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে, যার মাধ্যমে সরকারি ও চুক্তিবদ্ধ বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে বিনামূল্যে সেবা পাবেন। এছাড়া ঢাকার সব সরকারি হাসপাতালকে একটি নেটওয়ার্কে সংযুক্ত করে, সেখানে আহতদের জন্য নির্দিষ্ট বেড ডেডিকেটেড করা হবে।”

এছাড়া, গাফিলতির অভিযোগে ইতোমধ্যে যারা আহতদের চিকিৎসায় অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের অঙ্গীকার: আহত শিক্ষার্থীদের দাবি পূরণ

বৈঠকে উপস্থিত থাকা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, সরকার জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণে বদ্ধপরিকর। কিছু প্রশাসনিক ত্রুটির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে তিনি স্বীকার করেন।

গতকাল সাত দফা দাবিতে আহতরা সড়ক অবরোধ করেন। উপদেষ্টাদের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে তারা।