শিরোনাম

তিন বিভাগ থেকে কি একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম অভিযোগ করেছেন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা মনোনীত হলেও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে একজনকেও উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, “এই তিন বিভাগ থেকে কি একজনও নেই, যিনি মন্ত্রণালয় পরিচালনার যোগ্য?” তিনি স্পষ্ট করে জানান, অঞ্চলভিত্তিক বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করে সারজিস বলেন, “ফারুকী বরাবরই ক্ষমতার কাছাকাছি থাকার জন্য প্রয়োজনীয় তোষামোদি করেছেন। এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কঠিন সময়ে নীরব থাকা কিংবা গা বাঁচিয়ে চলা মানুষকে আমরা উপদেষ্টা হিসেবে চাই না।”

জুলাই অভ্যুত্থানের পর মামলা-বাণিজ্য নিয়ে তিনি বলেন, “মামলা-বাণিজ্য শুধু রংপুর নয়, সারা দেশেই চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, শহীদ ও আহতদের নিয়ে কোনো ধরনের মামলা-বাণিজ্য মেনে নেওয়া হবে না। টাকা দিয়ে নাম অন্তর্ভুক্ত করা বা টাকা নিয়ে নাম বাদ দেওয়ার এই অমানবিক কার্যক্রম বন্ধ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ এবং জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।