শিরোনাম

ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর একটি আলোচনা চলছে—‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব আর থাকছে না।’ তবে, এ বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

এই গুঞ্জনের মধ্যেই মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কে নতুন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসবেন মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে তিনি তার পরিকল্পনা ও নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন শফিকুল আলম।

পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন দায়িত্ব সম্পর্কে কথা বলবেন এবং দেশের শিল্প ও সংস্কৃতিকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরবেন।’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দিয়েছে। গত ১০ নভেম্বর তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। তবে, দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। বিশেষ করে, তার অতীতের কিছু ফেসবুক পোস্ট সামনে এনে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি জানানো হয়েছে।