শিরোনাম

ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন রোনালদো

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : রোনালদো নাজারিও

২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল। ৬০ মিনিট অতিক্রান্ত, তবে জার্মানির ডিফেন্স ভেদ করতে পারছে না ব্রাজিল। অবশেষে, ম্যাচের ৬৭তম ও ৭৯তম মিনিটে জোড়া গোল করে ব্রাজিলকে পঞ্চম এবং সর্বশেষ বিশ্বকাপ শিরোপা উপহার দেন রোনালদো নাজারিও। ন্যাড়া মাথার এই কিংবদন্তি শুধু এই ম্যাচেই নয়, অসংখ্যবার ব্রাজিলের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন।

এবার আবারও ব্রাজিল দলের পাশে দাঁড়াতে চান রোনালদো। তবে এবার মাঠে নয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে দলকে নতুনভাবে গড়ে তোলার ইচ্ছা তার।

২০২২ সালের বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবলে চলছে ধুঁকতে থাকা অবস্থা। কোচ তিতের বিদায়ের পর একাধিক কোচ বদলালেও বদলায়নি দলের পারফরম্যান্স। কোপা আমেরিকার ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও ভালো করতে পারছে না সেলেসাওরা। বর্তমান কোচ ফার্নান্দো দিনিজ জুনিয়রের অধীনে দল আরও হতাশাজনক পারফরম্যান্স করছে। অনেকে এর জন্য দায়ী করেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজকে। ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কথা দিয়েও ব্রাজিলের কোচ হননি কার্লো আনচেলোত্তি।

জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম স্পোর্ত জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও সিবিএফ সভাপতির নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। নির্বাচনে জয়ী হলে, তিনি ব্রাজিল দলের দায়িত্ব তুলে দিতে চান তার সাবেক ক্লাব সতীর্থ ও বর্তমান স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার হাতে।

সিবিএফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। তবে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালেই। স্থানীয় গণমাধ্যমের মতে, রোনালদো নির্বাচনে অংশ নিলে বর্তমান সভাপতি রদ্রিগেজের জন্য তা হবে বড় চ্যালেঞ্জ।