শিরোনাম

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত যাবে কিনা, এ বিষয়ে এখনও স্পষ্টতা নেই। এর মধ্যেই, পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে নাম তুলে নিয়েছে ভারত।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানে ভারতের অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের সচিব শৈলেন্দ্র যাদব জানিয়েছেন, এবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই বিশ্বকাপ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় অনুমতি দেয়নি। এ কারণে ভারতকে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে।

শৈলেন্দ্র যাদব জানান, তারা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে এখনও লিখিত কোনো চিঠি পাননি, তবে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, দলকে অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, “আমরা ২৫ দিনের অনুমতি চেয়েছিলাম, কিন্তু প্রতিযোগিতার দিনগুলি ঘনিয়ে আসলেও অনুমতি পাইনি। এরপর ফোনে জানানো হয়েছে যে, অনুমতি দেওয়া হবে না। তাই আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি।”

ভারতই প্রথম দল যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছে। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও পাকিস্তানে খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে, বিশ্বকাপের আকর্ষণ কিছুটা কমে যেতে পারে, এমন আশঙ্কা করছেন শৈলেন্দ্র।

এদিকে, পাকিস্তানে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিষয়েও ভারত আইসিসিকে জানিয়ে দিয়েছে যে তারা সেখানে খেলতে যাবে না। পাকিস্তানও জানিয়েছে, ভারতকে লিখিতভাবে এ বিষয়ে জানাতে হবে। ভারতের অনুরোধ, পাকিস্তান থেকে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে নেওয়া হোক অথবা ভারতের ম্যাচ অন্য দেশে আয়োজন করা হোক। তবে পাকিস্তান এখনও তাদের অবস্থানে অটল রয়েছে এবং হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করবে না বলেই তারা জানিয়ে দিয়েছে। এখন আইসিসি কী সিদ্ধান্ত নেবে, তা দেখার বিষয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • চ্যাম্পিয়নস ট্রফি
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • পাকিস্তান
  • ভারত
  •