শিরোনাম

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্রাম জেলার ওচত এলাকায় যাত্রীবাহী গাড়িবহরে সশস্ত্র হামলায় অন্তত ৪২ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই নৃশংস হামলা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।

পুলিশ জানায়, পারাচিনার থেকে পেশোয়ার যাওয়ার পথে সশস্ত্র ব্যক্তিরা গাড়িবহরটি লক্ষ্য করে গুলি চালায়। নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশুও রয়েছেন। দুর্গম এলাকাটি হওয়ায় আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সৈয়দা বানু বিবিসিকে বলেন, “গুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি বুদ্ধি করে আমার সন্তানদের নিয়ে গাড়ির আসনের নিচে লুকিয়ে পড়ি। এটি আমাদের প্রাণ বাঁচায়। পরে বের হয়ে দেখি রাস্তায় এবং গাড়ির ভেতর আহত ও নিহত মানুষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।”

প্রদেশের প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এই হামলাকে “একটি বড় ট্র্যাজেডি” বলে অভিহিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম জানান, সশস্ত্র হামলাকারীরা পাহাড় থেকে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটির পেছনে দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠীর বিরোধ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা প্রকৃত দোষীদের শনাক্তের জন্য তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।”

এই হামলার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • পাকিস্তান
  •