শিরোনাম

সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার-আল আসাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে রোববার সকালে একটি উড়োজাহাজে চড়ে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশ শাসন করেছেন বাশার আল-আসাদ। তবে তিনি কোন দেশে গেছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি।

বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো বাধার সম্মুখীন না হয়েই রাজধানীতে প্রবেশ করেছে। সরকারের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়েনি।

তারা আরও বলে, “আমরা সিরিয়ার জনগণকে একটি সুসংবাদ দিতে চাই। সেদনায়া কারাগারের বন্দিদের মুক্ত করে দিয়ে একটি কালো অধ্যায়ের ইতি টেনেছি। এই কারাগারে অন্যায়ভাবে বহু মানুষকে বন্দি রাখা হয়েছিল।”

দামেস্কের উপকণ্ঠে অবস্থিত সেদনায়া কারাগারে দীর্ঘদিন ধরে হাজারো বন্দি আটকে রাখা হয়েছিল আসাদ সরকারের নির্দেশে।

এর আগে বিদ্রোহীরা জানায়, তারা মাত্র একদিনের যুদ্ধে গুরুত্বপূর্ণ শহর হোমস দখল করে নিয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • বাশার-আল আসাদ
  • সিরিয়া
  •