শিরোনাম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তা:
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, “আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করায় বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ের মাসে এই আন্তর্জাতিক বিজয় গোটা জাতির জন্য গর্বের।”

ফাইনাল ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। বাংলাদেশ দল ৪৯.১ ওভারে সংগ্রহ করে ১৯৮ রান। এরপর, বাংলাদেশের বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভারত ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশ ৫৯ রানের বিশাল জয় পায় এবং টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জিতে নেয়।

পূর্বের অর্জন:
২০২৩ সালেও একই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

  • অনূর্ধ্ব-১৯
  • এশিয়া কাপ
  • জয়ী বাংলাদেশ
  •