গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের একজনের বয়স আনুমানিক ৩০ এবং অন্যজনের বয়স প্রায় ১০ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, তারা বাবা-ছেলে হতে পারে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সোমবার রাতে ঢাকার কমলাপুর থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী স্টেশন অতিক্রম করে। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।