প্রায় সাত মাস পর বুধবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে সাবেক টাইগার অধিনায়কের প্রত্যাবর্তনটা সুখকর হয়নি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে নিজের চেনা ছন্দে ফিরেছেন বাংলাদেশের সেরা ওপেনার। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তামিমের ক্যারিয়ারের ৫০তম অর্ধশতক। তবে অর্ধশতক করার পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৩৩ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তামিম। তোফায়েল আহমেদের বলে ছক্কা মারতে গিয়ে খালেদ আহমেদের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটার।
তামিমের মারকুটে ব্যাটিং সত্ত্বেও তার দল চট্টগ্রাম বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে। ১০ ওভারে দলীয় স্কোর একশ পার করলেও নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে তাদের ইনিংস। কুয়াশার কারণে ম্যাচটি নির্ধারিত ওভারের বদলে ১৫ ওভারে সীমাবদ্ধ করা হয়েছিল।
এর আগে বুধবার রংপুরের বিপক্ষে তামিম ব্যাট হাতে ১০ বলে মাত্র ১৩ রান করে আউট হন, যা তার প্রত্যাবর্তনের ম্যাচটি হতাশাজনক করে তোলে।