শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ফাইল ছবি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি পৃথক রিটের রায় আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঘোষণা করবে হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে গত ৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। তার একদিন আগে রিটগুলোর ওপর আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষ হয়।

২০১১ সালে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।

নওগাঁর রাণীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ অক্টোবর বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন সাংবিধানিকভাবে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং এই সংশোধনীর ভিত্তিতে পূর্বে গৃহীত কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

একই বিষয়ে ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন একটি অন্য হাইকোর্ট বেঞ্চ আরেকটি রুল জারি করে। তবে বর্তমানে বিচারপতি নাইমা হায়দার ছুটিতে রয়েছেন।

এছাড়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করেন। আবেদনকারীদের মধ্যে ছিলেন ড. তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া এবং জাহরা রহমান। পরদিন হাইকোর্ট সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন।

রিট আবেদনকারীদের মতে, পঞ্চদশ সংশোধনীর ফলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ব্যর্থতা দেখা দেয়। এসবের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অভ্যুত্থান ঘটে, যা ৫ আগস্ট সরকারের পতনের মাধ্যমে শেষ হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা
  • হাইকোর্ট
  •