টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের বেলায় খেলা হওয়ায় আফগান কোচ জনাথন ট্রট আত্মবিশ্বাসী ছিলেন, কারণ রাতে শিশির পড়ার সম্ভাবনা থাকত। তবে দিনের খেলায় পেসাররা অতিরিক্ত সুইং এবং স্পিনাররা পর্যাপ্ত স্পিন পান না।
টস হেরে আগে বোলিং করতে নামা আফগানিস্তানের বোলারদের মধ্যে শুধু রশিদ খানই ভালো পারফর্ম করতে পেরেছেন। বৃহস্পতিবার সুপার এইটের ম্যাচে টস জিতে ভারত ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান ১৩৪ রানেই অলআউট হয়।
ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ তিনটি উইকেট নেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আজমতউল্লা ওমরজাই। অন্য কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেননি।
এর আগে ভারতের জয়ের ভিত্তি গড়ে দেন সূর্যকুমার যাদব। চার নম্বরে নেমে তিনি ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৩ রান করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩২, বিরাট কোহলি ২৪ এবং ঋষভ পন্ত ১২ রান করেন। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও ফজলহক ফারুকি তিনটি করে উইকেট নেন।