শিরোনাম

ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ভারতের সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী সাংসদদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্টের মকর দরজায় এই সংঘর্ষে দুই বিজেপি সাংসদ গুরুতর আহত হন এবং তাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিজেপির অভিযোগ

বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী দাবি করেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাকে ধাক্কা মেরে সংসদে প্রবেশে বাধা দেন। এতে তার মাথায় আঘাত লাগে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, রাহুল গান্ধী এবং তার দলের সদস্যরা ষড়ঙ্গী ও উত্তর প্রদেশের সাংসদ মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন।

রাহুল গান্ধীর পাল্টা অভিযোগ

রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করে জানান, সংসদে প্রবেশের সময় বিজেপির সাংসদরা তাকে বাধা দেন এবং ধাক্কা দেন। তিনি বলেন, “আমার সঙ্গে মল্লিকার্জুন খাড়গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়, যা থেকে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।”

মল্লিকার্জুন খাড়গের বক্তব্য

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিজেপি সাংসদরা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তবে এসব বাধা আমাদের কাজ থামাতে পারবে না। সংসদে প্রবেশ করা আমাদের অধিকার।”

আহত সাংসদদের অবস্থা

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক অজয় শুক্লা জানিয়েছেন, বিজেপি সাংসদ মুকেশ রাজপুত এবং প্রতাপ ষড়ঙ্গীর মাথায় আঘাত লেগেছে। মুকেশ রাজপুত এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • ভারত
  •