সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ। সেই সুযোগটাই কাজে লাগিয়ে দারুণ পারফরম্যান্সে ৮০ রানের বিশাল জয় তুলে নেয় টাইগাররা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জাকের আলির দুর্দান্ত ফিফটির কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা।
জাকের আলি ৪১ বল মোকাবিলায় ৭২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি ছক্কা ও ৩টি চারে। এছাড়া পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ রান এবং মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান করেন।
১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। রানের খাতা না খুলেই ব্রান্ডন কিংকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর জাস্টিন গ্রিভসকে আউট করে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান।
নিকোলাস পুরান এবং জনসন চার্লস মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে ৩৮ রানের জুটি গড়েন। তবে দ্রুতই আরও তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। পুরান ১০ বলে ১৫ রান, জনসন চার্লস ১৮ বলে ২৩ রান এবং রস্টন চেজ কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
এরপর দলীয় ৬০ রানে রভম্যান পাওয়েল ১২ বলে ২ রান করে আউট হন। শেফার্ড ও গুডাকেশ মোতি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন এবং ৩৫ রানের জুটি গড়েন। তবে তা দলের পরাজয় রোধ করার জন্য যথেষ্ট ছিল না।