শিরোনাম

 বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
মিঠুন চক্রবর্তী

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের হুগলির পাণ্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ নিয়ে মিঠুনের প্রতিক্রিয়া
মিঠুন চক্রবর্তী বলেন,
“বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই এটি মনে করেন। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, তা আমরা কল্পনাও করিনি। আমাদের আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় এটি অত্যন্ত কষ্টদায়ক।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ থেকে যে সতর্ক বার্তা আসছে এবং নেতারা যেভাবে নানা কথা বলছেন, তা খুবই দুঃখজনক। তবে আমি একটি কথাই বলব—ভারতকে কখনোই খাটো করে দেখবেন না। ‘ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া’।”

পশ্চিমবঙ্গের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে পরামর্শ
বাংলাদেশের দিকে ইঙ্গিত করে মিঠুন বলেন,
“বাংলাদেশকে দেখে আমাদের এবং বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে, যা নিশ্চিত।”

সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য
পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলে মিঠুন স্থানীয় প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন,
“পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেক আগেই শুরু হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক যে, পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই পিছিয়ে পড়ছে। তবে, একটি ভালো খবর হলো—জঙ্গিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

  • বাংলাদেশ
  • ভারত
  • মিঠুন চক্রবর্তী
  •