শিরোনাম

শাহবাগ অবরোধ চিকিৎসকদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ মোড়ে আবারও ভাতা বৃদ্ধির দাবিতে সমাবেশ করছেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে “ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস” (ডিএমজে) ব্যানারে তারা শাহবাগ মোড় অবরোধ করে এ সমাবেশ শুরু করেন।

বিভিন্ন মেডিকেলের পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা এ সমাবেশে অংশ নেন। তাদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছি। বিভিন্ন স্থানে গিয়েও সমাধান পাইনি। আমাদের অবদান অস্বীকার করা যাবে না। আমরা হাসপাতালে রাতদিন সেবা দেওয়ার পাশাপাশি রাস্তায়ও ভূমিকা রেখে চলেছি।”

ডিএমজে সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, “আমাদের দাবি পূরণ যত বিলম্বিত হবে, আমরা তত ঐক্যবদ্ধ হবো এবং শক্তি বৃদ্ধি করব। আমাদের চাপ দিয়ে কোনো লাভ নেই। বরং কীভাবে দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন, তা ভাবুন। আমরা কারো অনুগত নই।”

এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার তাদের সমর্থন জানিয়ে বলেন, “আমাদের মধ্যে ঐক্য না থাকলে কোনো দাবি আদায় সম্ভব নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। চেয়ার স্থায়ী নয়, নৈতিকতাই স্থায়ী।”

গত ২২ ডিসেম্বরও একই দাবিতে তারা শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছিলেন। তখন সরকার তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এর আগে ২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছিলেন তারা। দাবি পূরণ না হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।