শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং আরিচা থেকে কাজিরহাট নৌপথে ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোর সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর সাড়ে ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৫টি এবং আরিচা-কাজিরহাট রুটে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

কুয়াশার কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।