শিরোনাম

স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘিরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে। সেখানে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’।

বক্তারা দাবি করেন, শহীদদের রক্ত এখনও শুকায়নি, অথচ কেউ কেউ স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা বলেন, দেশের ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের জন্য যেকোনো বাধাকে প্রতিহত করা হবে।

শহীদ মিনারে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। কেউ কেউ পতাকা বেঁধে কিংবা চেয়ারে বসে আন্দোলনের অংশ নিচ্ছেন। চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতাকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের পরিকল্পনা ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই ঘোষণাপত্র পাঠানোর সিদ্ধান্ত জানানো হলে এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়।

গতকাল রাত পৌনে ২টায় রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচির ঘোষণা দেন এবং মঙ্গলবার বিকেল ৩টায় ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করার আহ্বান জানান।