শিরোনাম

ঢাকাকে হারিয়ে জয় তুলে নিলো রাজশাহী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পর এনামুল হক বিজয় ও রায়ান বার্লের ব্যাটিং ঝড়ে বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। তারা ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ১১ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিজয় ৪৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৩ রান করেন। বার্ল ৩৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৫ রান করেন।

এর আগে তাসকিন আহমেদ তার আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৯ রানে ৭টি উইকেট তুলে নিয়ে ঢাকাকে ১৭৪ রানে সীমাবদ্ধ রাখতে বড় ভূমিকা রাখেন।