বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংবিধান কারও বাপের না। বুধবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ জানান, অতীতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য যে ধরনের অবিচারমূলক সুবিধা দেওয়া হত, আজকাল সেরকম অবিচারের শিকার হচ্ছেন সংবিধান কমিটির সদস্যদের সন্তানেরা, যারা মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়িয়ে আছেন।
তিনি আরও বলেন, যেই কমিটি ৭২-এর সংবিধান তৈরি করেছিল, তারা পাকিস্তানের সংবিধান তৈরির অনুমতি নিয়ে ভোট পেয়েছিলেন, এটি মনে রাখার প্রয়োজন রয়েছে।
এর আগে, সোমবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশের আয়োজন করেছে, যাতে জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে পারে।
তিনি আরও বলেন, ৮ আগস্ট সরকারের গঠন হওয়ার পর আজ ৬ জানুয়ারি। এখনও কোন দৃশ্যমান বিচার আমরা দেখিনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যে কারচুপি হয়েছিল, তারও কোনো বিচার হয়নি। তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বললেন, যদি তারা জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, তাহলে অবশ্যই তাদের এই বিচারগুলো নিশ্চিত করতে হবে।