শিরোনাম

রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বার্সেলোনার। ম্যাচটি রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই স্মৃতি মুছে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কার্লো আনচেলত্তির দল ফাইনালে নামতে প্রস্তুত।

ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে। রেকর্ড ১৪ বারের স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে নিজেদের ভুলত্রুটি এড়ানোর পাশাপাশি আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন কোচ আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, “প্রথম এল ক্লাসিকোর ভুলগুলো বিশ্লেষণ করতে হবে। সেগুলো এড়িয়ে ইতিবাচক বিষয়গুলোর পুনরাবৃত্তি করা জরুরি। ক্লাসিকো সব সময়ই চ্যালেঞ্জিং, আর ফাইনাল হওয়ায় এর গুরুত্ব আরও বেড়ে গেছে। এই প্রতিযোগিতা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে।”

অন্যদিকে, প্রথম এল ক্লাসিকো জয়ের পর মৌসুমের মাঝপথে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত নন কোচ হ্যান্সি ফ্লিক। তার মতে, রিয়াল মাদ্রিদকে যথাযথ সম্মান জানিয়েই দলকে নতুন উদ্যমে মাঠে নামাতে হবে।

ফ্লিক বলেন, “রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর একটি। শিরোপা জিততে হলে আমাদের আরও দ্রুত এবং সুশৃঙ্খল ফুটবল খেলতে হবে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছি, তার থেকেও ভালো করতে হবে। কারণ, রিয়াল সুযোগ কাজে লাগাতে খুবই দক্ষ।”

প্রসঙ্গত, বার্সেলোনার কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের এটি প্রথম ফাইনাল। তাই শিরোপা জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য তার।