শিরোনাম

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দল জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। শেষ দিনে এসে নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করেছে, যেখানে কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসনকে নিয়ে গড়া হয়েছে অভিজ্ঞ দল।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে এই তিনজন খেলেননি। কারণ তারা বিদেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন। ব্যাটসম্যান উইলিয়ামসন ও কনওয়ে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছিলেন, এবং পেসার ফার্গুসন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছিলেন।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে আছেন বেন সিয়ার্স, যিনি শ্রীলঙ্কা সিরিজে খেলেননি হাঁটুর ইনজুরির কারণে। তার সঙ্গে উইল ও’রোর্ক ও নাথান স্মিথও দলে জায়গা পেয়েছেন, যারা প্রথমবার সিনিয়র আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করবেন।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমরা অনেক মানসম্পন্ন খেলোয়াড় পেয়েছি, যা দল নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি করেছে।’

ডিসেম্বরে নিউজিল্যান্ডের পূর্ণ মেয়াদে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার। এটি তার প্রথম বড় ইভেন্টে নেতৃত্ব দেওয়া। ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে স্যান্টনার, উইলিয়ামসন এবং টম ল্যাথাম নিউজিল্যান্ডের সদস্য ছিলেন।

নিউজিল্যান্ড ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে, এরপর গ্রুপ পর্বে তারা খেলবে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে।

নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইল ও’রোর্ক।