শিরোনাম

সিলেটে মাহফিলে হট্টগোল, মেজাজ হারালেন আজহারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

সিলেটে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন বিশৃঙ্খল পরিস্থিতির কারণে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী নির্ধারিত সময়ের আগে বক্তব্য শেষ করেন। শ্রোতাদের মাঝে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেওয়ায় তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিট পর মোনাজাত পরিচালনা করেন।

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত এই মাহফিল শুরু হয় হজরত শাহজালাল, শাহপরান (রহ.) এবং সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষ দিনে মাহফিলের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। মঞ্চের সামনের সারিতে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল আচরণের কারণে ড. আজহারী বেশ কয়েকবার বক্তব্য থামিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, “এই ধাক্কাধাক্কি কুরআনের মাহফিলে মোটেও গ্রহণযোগ্য নয়। এমন বিশৃঙ্খলা আবু জেহেলের উত্তরসূরীরা করত, কিন্তু তোমরা তো শাহজালাল-শাহপরানের উত্তরসূরী।” পরিস্থিতি স্বাভাবিক করার বারবার প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি আরও বলেন, এটা পরিকল্পিতও হতে পারে। লাখ লাখ মানুষ এখানে শান্তিপূর্ণভাবে উপস্থিত, অথচ একটি নির্দিষ্ট অংশের এই আচরণ সত্যিই দুঃখজনক।

শেষের দিকে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা আরও বাড়লে তিনি হতাশা প্রকাশ করে বলেন, “সিলেটবাসী, আজ তোমরা কী করেছো! এটি কি কুরআনের মাহফিলের চিত্র হওয়া উচিত?” “এর পরপরই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন।”