শিরোনাম

পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সামরিক বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে অন্তত ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দেশটির সংবাদমাধ্যম ডন এই খবর প্রকাশ করেছে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, বেলুচিস্তানের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নিহত বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা মোকাবিলায় তারা অঙ্গীকারবদ্ধ।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী গোপনে বিদ্রোহীদের আস্তানা ঘিরে ফেলে এবং পরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ২৭ জন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু ঘটে।

উল্লেখ্য, বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে বিদ্রোহী কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এখানকার বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন বেলুচিস্তানের দাবিতে সক্রিয় রয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে সোনা ও তামার খনির পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দরে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে।