শিরোনাম

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই : ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা সবসময় বলে আসছি, সংস্কার ও নির্বাচন পরস্পরবিরোধী নয়। সংস্কার চলমান থাকবে, নির্বাচনও হবে। নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে, তারাই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেবে।”

রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মির্জা ফখরুল আরও বলেন, “আমাদের দল পরিষ্কারভাবে বলতে চায় যে, প্রতিটি সংস্কার কার্যক্রমকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ৪টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না। এখন পর্যন্ত কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাইনি। পরবর্তী সরকার বলেছে যে, রিপোর্ট হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐকমত্য ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না।”

গণতন্ত্রে দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “অল্প সময়ের মধ্যেই এমন নির্বাচন আয়োজন করা হোক, যার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আহ্বানে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তেমনই ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি স্বল্প সময়ের মধ্যে আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ খুলে গিয়েছিল।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।