ফিলিস্তিনের গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় (বাংলাদেশ সময় দুপুর সোয়া ৩টা) এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয় যে, গাজায় যুদ্ধবিরতি স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় শুরু হবে।
যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস যেসব ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে তাদের নাম প্রকাশের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক টেলিগ্রাম পোস্টে জানান, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮), এবং ডোরন শাতানবার খাইর (৩১)-কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে হামাস আরও জানায়, গাজায় আটক থাকা তিন বন্দির নাম ইতোমধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের মুক্তি আজই দেওয়া হবে।
অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, তারা হামাসের পক্ষ থেকে মুক্তি পেতে যাওয়া বন্দিদের তালিকা পেয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী, রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, বন্দিদের মুক্তির তালিকা প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। রোববার সকালে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, যতক্ষণ না হামাস বন্দিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করা হবে না।