বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে হলে এই সিরিজে জয়ের বিকল্প ছিল না। এমন চ্যালেঞ্জ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল। কিন্তু সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
এই হার বাংলাদেশের জন্য সিরিজ জেতা এবং ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও কঠিন করে তুলেছে। এখন শেষ দুই ম্যাচ জিততেই হবে। অন্যথায় বাছাইপর্বে খেলতে হবে, যেখানে শুধুমাত্র শীর্ষ দুটি দলই পরবর্তী রাউন্ডে জায়গা পাবে।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১১৫ রান পর্যন্ত ভালোই এগিয়েছিল। ওপেনার মুরশিদা খাতুন ৪০ এবং শারমিন আক্তার সুপ্তা ৪২ রান করে দলকে ভালো শুরু উপহার দেন। তবে এরপর দ্রুত উইকেট হারানোয় ধস নামে ইনিংসে।
পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৫৪ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। তবে তাদের ইনিংস বড় হতে না পারায় নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৯৮/৯।
জবাবে, ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপ দলকে দুর্দান্ত শুরু এনে দেন। তাদের ১৬৩ রানের ওপেনিং জুটি ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত করে দেয়। অধিনায়ক হিলি ম্যাথুস ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। স্বাগতিকরা ১০৯ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০; ডটিন ৩/৪০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)।
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।