আগের দিন আতলেতিকো মাদ্রিদ হারলেও বার্সেলোনা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তবে রিয়াল মাদ্রিদ পুরোপুরি সফল। সুযোগটি তারা দারুণভাবে কাজে লাগিয়েছে।
রোববার লাস পালমাসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদ ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে এবং আতলেতিকোকে টপকে লা লিগার শীর্ষস্থান দখল করেছে। দলের হয়ে কিলিয়ান এমবাপ্পে দুটি গোল করেন, আর একটি করে গোল করেন ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো।
ম্যাচের শুরুতে ফাবিও সিলভার গোলে লাস পালমাস এগিয়ে গেলেও দ্রুতই কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এরপর সান্দ্রো রামিরেজের ফাউলে রদ্রিগো পেনাল্টি আদায় করেন, যা থেকে রিয়াল এগিয়ে যায়।
কিছুক্ষণ পর ব্রাহিম দিয়াজ গোল করে রিয়ালকে আরও এগিয়ে নেন। বিরতির আগে কিলিয়ান এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করেন, যা রিয়ালকে দৃঢ় অবস্থানে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে রদ্রিগো গোয়েজ দলের চতুর্থ গোলটি করেন।
লাস পালমাসের দুর্দশা আরও বাড়ে যখন বেনিতো রামিরেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ভিএআর দেখে তার ফাউলের সিদ্ধান্ত নিশ্চিত করেন রেফারি।
রিয়াল মাদ্রিদের গোলসংখ্যা আরও বাড়তে পারত, কারণ তিনবার তাদের গোল অফসাইডের কারণে বাতিল হয়। না হলে কিলিয়ান এমবাপ্পে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করে ফেলতে পারতেন।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে উঠে এসেছে। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর সমান ম্যাচ খেলে বার্সেলোনা ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।