শিরোনাম

জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ, তবে এটি রঙবিহীন এবং চেহারাহীন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, স্বচ্ছ এবং সঠিক ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব মাঠকর্মীদের সচেতনতাপূর্ণ কাজের ওপর নির্ভরশীল। তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন, যাতে ভোটার তালিকায় কোনো ধরনের অসততা বা অনীহার অভিযোগ না ওঠে।

এছাড়াও, তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে এবং এটি হারালে পরবর্তীতে আবার কখন সুযোগ আসবে তা বলা মুশকিল। সঠিক ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে না। তিনি আরও উল্লেখ করেন, যেদিন জনগণ ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবে, সেদিনই অধিকার প্রতিষ্ঠিত হবে।