শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ফিরে এসেছে বাংলাদেশ নারী দল। সেন্ট কিটসে বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলকে সহজেই হারিয়ে সিরিজে সমতা এনেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়। জবাবে, ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৩৫ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায়, ফলে ৬০ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে সেন্ট কিটসের স্বাগতিক দল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান, কিন্তু দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগ্রেসরা। এই সময় অধিনায়ক নিগার সুলতানা দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের হাল ধরেন।

প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে ৫১ রানের এবং পরে স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। আলিয়াহ আলেইনের বলে আউট হওয়ার আগে ১২০ বলে ৬৮ রান করেন অধিনায়ক নিগার। সোভাহানা করেন ২৩ রান এবং স্বর্ণা ২৯ বলে ২১ রান যোগ করেন। বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য রান করতে না পারলেও ইনিংসের শেষ দিকে দল ১৮৪ রানের পুঁজি গড়ে। ক্যারিবীয় বোলার আলিয়াহ আলেইন নেন ৩ উইকেট।

তবে সহজ লক্ষ্য তাড়ায় নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৮ রান করেন শেমাইন ক্যাম্পবেল।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন।

সিরিজের নির্ধারণী তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি, একই মাঠে।