শিরোনাম

পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে জর্জিয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে জর্জিয়া

প্রথম দুই ম্যাচ জিতে পর্তুগাল আগেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। এই ম্যাচে তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র শীর্ষস্থান নিশ্চিত করা। কিন্তু জর্জিয়ার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। হারলে বা ড্র করলেই তাদের বিদায় নিতে হতো। তবে পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল জর্জিয়া।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই নাপোলির মিডফিল্ডার কাভিচা কাভারাসখেলিয়া রোনালদোদের হতভম্ব করে দেন। ডি-বক্সের ভেতর থেকে তার বাঁ-পায়ের শট সরাসরি জালে জড়ায়।
১৯ মিনিটের সময়পর্তুগালের দিয়াগো দালোতের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৩ মিনিটে পালিনহার শট রুখে দেন জর্জিয়ার গোলরক্ষক। ম্যাচের ২৮ মিনিটে ডি-বক্সে রোনালদোর জার্সি টেনে ধরার পরেও রেফারি পেনাল্টি দেননি। এ নিয়ে তর্ক করায় রোনালদো হলুদ কার্ড দেখেন।

৫৫ মিনিটে ডি-বক্সের ভেতর লোকোশভিলিকে ফাউল করে জর্জিয়াকে পেনাল্টি উপহার দেন এন্তনিও সিলভা। স্পট কিক থেকে গোল করে মাকুতাদজে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

২-০ গোলের জয়ে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠলো জর্জিয়া। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গিয়েছে পর্তুগাল।

  • ঊষারবাণী
  • পর্তুগাল
  • ফুটবল
  •