ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হামাদান প্রদেশের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটার আগে সৌভাগ্যক্রমে বিমানের দুই পাইলট নিজেদের রক্ষা করতে সক্ষম হন।
তথ্য অনুযায়ী, পাইলট দুজন সামান্য আহত হন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
প্রসঙ্গত, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
সূত্র: মেহের নিউজ