শিরোনাম

৪৮ ঘণ্টার মধ্যে ঊর্মিকে গ্রেপ্তারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

শহীদ আবু সাঈদকে ‌’সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এবং ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে কটূক্তি করার জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির স্থায়ী বহিষ্কার এবং ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন “শহীদদের নামে মিথ্যাচার চলবে না,” “ঊর্মির বহিষ্কার চাই,” “সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,” এবং “হাসিনার দোসরা, হুশিয়ার সাবধান।”

বিক্ষোভকারীরা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে, তা আইনগতভাবে মোকাবিলা করা উচিত। তারা আরও জানান, “আবু সাঈদ শহীদ হলেও, তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছেন। তার নামে কটূক্তি মেনে নেওয়া হবে না। আমরা তার স্থায়ী চাকরিচ্যুতির দাবি জানাই, অন্যথায় কঠোর অবস্থান নেওয়া হবে।”

তারা ‘উত্তরবঙ্গ ব্লকেড ও লংমার্চ টু লালমনিরহাট’ কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীদের মতে, আওয়ামী লীগের দোসরা এখনো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, এবং ঊর্মির পোস্টটি কোনো নির্বুদ্ধিতা নয়, বরং এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা।