শিরোনাম

সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

সারা দেশের বাজারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৬৭ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৪৯ টাকা। নতুন এ মূল্য আজ থেকেই কার্যকর হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ফলে দেশে সরবরাহ সংকট দেখা দিয়েছে, যা সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

তিনি বলেন, বাজারে মজুতদারির প্রবণতাও লক্ষ্য করা গেছে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রির পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।