শিরোনাম

জমকালো আয়োজনে কৃষিবিদ গ্রুপের গ্র্যান্ড ইফতার ও বিজনেস নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে কৃষিবিদ গ্রুপের উদ্যোগে এক বিশেষ ‘গ্র্যান্ড ইফতার ও এক্সক্লুসিভ বিজনেস নেটওয়ার্কিং মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮) মার্চ রাজধানীর পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ইফতারের আয়োজন করা হয়। এতে কৃষিবিদ গ্রুপের কর্মকর্তারা ছাড়াও গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, কর্পোরেট প্রতিনিধি, উদ্যোক্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এই আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক ও নেটওয়ার্কিং-এর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল বলেন,
“রমজান কেবল আত্মশুদ্ধির সময় নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করারও এক অনন্য সুযোগ। এ আয়োজনে আমরা ধর্মীয় মূল্যবোধ লালনের পাশাপাশি ব্যবসায়িক সংযোগ শক্তিশালী করার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি। এটি কৃষিবিদ গ্রুপের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান আরআই সরকার বলেন,
“এই আয়োজনে আমরা শুধু একত্রে ইফতার করিনি, বরং ব্যবসায়িক সংযোগ জোরদার, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছি। কৃষিবিদ গ্রুপ টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল বিনিয়োগকে সর্বদা গুরুত্ব দিয়ে থাকে।”