শিরোনাম

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ফাইল ছবি

এস আলম গ্রুপের অধীনে পরিচালিত ৪টি ব্যাংকসহ ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

যেসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে, তা হলো এক্সিম, ইউনিয়ন, আইসিবি ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মের কারণে সংকটে থাকা এসব ব্যাংক নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। এসব ব্যাংকের আর্থিক অনিয়ম বের করতে খুব শিগগিরই ‘ফরেনসিক অডিট’ শুরু করা হবে বলে জানিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকগুলোর এমডিকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। ফরেনসিক অডিটের মাধ্যমে ব্যাংকগুলোর সবধরনের লেনদেন যাচাই ও তথ্য মুছে ফেলা হয়েছে কিনা, তা পর্যালোচনা করা হবে। বাংলাদেশ ব্যাংকও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।