শিরোনাম

দেশে স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ভরিপ্রতি স্বর্ণের মূল্য সর্বোচ্চ ৩ হাজার ৪৪ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য ছিল ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির এক বিজ্ঞপ্তিতে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণেই স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন মূল্যে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৩ হাজার ১৬০ টাকায়।

স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ২৮৩ টাকায়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি মূল্য ছিল ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250