ভোক্তাদের জন্য আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর মূল্য। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি করে ১,৪৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হলেও ফেব্রুয়ারিতে তা ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়েছে।
এর আগে জানুয়ারির শুরুতে এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ১৪ জানুয়ারি ৪ টাকা বৃদ্ধি করে ১,৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
এছাড়া, রোববার একই সঙ্গে অটোগ্যাসের মূল্যও সমন্বয় করেছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত জানুয়ারিতে অটোগ্যাসের মূল্য ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা করা হয়েছিল। তবে ১৪ জানুয়ারি এটি ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয় এবং ২২ জানুয়ারি আবারও ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা করা হয়েছিল।
বিইআরসি জানায়, ফেব্রুয়ারির নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার বিবেচনায় নেওয়া হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে প্রতিমেট্রিক টনের গড় মূল্য ৬২৮.৫০ মার্কিন ডলার হিসেবে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে এ পর্যন্ত এলপিজির দাম চারবার কমানো হলেও সাতবার বাড়ানো হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে মূল্য বৃদ্ধি করা হয়, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমানো হয়। তবে ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।