শিরোনাম

উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা।

শনিবার (১৭ মে) নগর ভবনের সামনে চলমান বিক্ষোভে ইশরাকপন্থীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

সমর্থকদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের তারা যেখানেই দেখবেন সেখানেই প্রতিহত করা হবে। একইসঙ্গে ঘোষণা দেন, রোববারও তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

‘ঢাকাবাসী’ নামে একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচির আয়োজন করে, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। সেই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করা হয়েছে। তিনি জানান, যে কোনো স্থানে তাদের দেখা গেলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জানা গেছে, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই উপদেষ্টা আসিফ মাহমুদ দাপ্তরিক কাজ করেন। তবে চলমান আন্দোলনের কারণে তিনি ওই কার্যালয়ে উপস্থিত হননি।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। সেই ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ একটি মামলায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের নির্বাচনী জয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণাসহ গেজেট প্রকাশ করে।

তবে এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি, যার প্রতিবাদেই চলছে এই আন্দোলন।