শিরোনাম

পুরান ঢাকায় আগুন, নিহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে আমিনুদ্দিন (৭০) নামে একজন মারা গেছেন। এছাড়া আরও ছয়জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার মাত্র দুই মিনিট পর, অর্থাৎ ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে প্রথমে তিনটি ইউনিট পৌঁছে যায়। এরপর পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট যোগ দেয়। সম্মিলিতভাবে ১০টি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।

দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪), যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও ফাতেমা (২০) নামের আরেকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের ওই ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের পর সাতজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আমিনুদ্দিন নামে এক বৃদ্ধকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকি ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।