ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় অবস্থিত আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ইশরাক হোসেন চলমান পরিস্থিতি এবং তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
এদিকে নগর ভবনে তৃতীয় দিনের মতো চলমান বিক্ষোভে অংশ নিয়ে ইশরাক হোসেনের সমর্থকেরা ভবনের সব প্রবেশদ্বারে তালা লাগিয়ে দিয়েছেন। জানা গেছে, তারা মোট ৬৫টি তালা লাগিয়ে নগর ভবনের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির করে দিয়েছেন।
‘ঢাকাবাসী’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দুই কর্মকর্তাকে যেখানেই দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
নগর ভবনে তালা লাগিয়ে দেওয়ার ফলে করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কর্মকর্তা-কর্মচারীরা কেউ ভবনে প্রবেশ করতে পারছেন না, ফলে কার্যত অঘোষিত ছুটি পালন করছেন।
উল্লেখ্য, নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অস্থায়ী অফিস রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়মিত অফিস করতেন। তবে চলমান আন্দোলনের কারণে তিনিও অফিসে আসেননি। তালা লাগানোর ফলে তার দপ্তরের কার্যক্রমও বন্ধ রয়েছে।