শিরোনাম

উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রায় বাধা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই পদযাত্রা টিএসসি অতিক্রম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোতে থাকে।

বিকেল তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদযাত্রার পথ রোধ করে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেললেও সচিবালয়ের দিকে অগ্রসর হতে পারেনি। বাধার সম্মুখীন হয়ে তারা রাস্তায় বসে প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

এর আগে, বেলা সোয়া দুইটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই গণপদযাত্রার মূল দাবি ছিল— জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সকল ধর্ষণ ও নিপীড়নের ঘটনার দ্রুত বিচার এবং বিদ্যমান আইনগুলোর যৌক্তিক সংস্কার।

শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’ এবং ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান উচ্চারণ করেন।

সমাবেশের আগে শিক্ষার্থী ও তরুণরা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড তৈরি করেন, যাতে লেখা ছিল— ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’, ‘আমরা জন্ম থেকে শহীদ’, ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’ ইত্যাদি।

পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীরা বলেন, দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তার নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা বাহিনীও উদাসীন। ফলে নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাই তারা দাবি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তারা রাজপথে নেমেছেন।