সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ১৫ মিনিটে সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুতই ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ৭টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৯টি ইউনিট এতে যোগ দেয়।
প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে আরও একটি ইউনিট যুক্ত হয় বলে জানানো হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবরও এখনও জানা যায়নি।