শিরোনাম

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ডাকাত সন্দেহে ঘোষণা দেওয়ার পর এলাকাবাসীর গণপিটুনিতে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে ওই গ্রামে প্রবেশ করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেওয়া হলে, গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ঘিরে ফেলে। গণপিটুনির ফলে ঘটনাস্থলেই নেজাম উদ্দিন ও সালেহ নামের দুই ব্যক্তি মারা যান।

আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কয়েকজন পালিয়ে যাওয়ার আগে গুলি ছুড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয়টি গুলির খোসা উদ্ধার করেছে।

নিহতদের পরিবার দাবি করছে, ডাকাতির অভিযোগ তুলে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার জন্য এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিককে দায়ী করেছেন। অন্যদিকে, আহত ব্যক্তিরা এবং তাদের স্বজনরা বলছেন, তারা ডাকাত দলের ছোড়া গুলিতে আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে রাতেই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশ এবং সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। চট্টগ্রামের এসপি জানিয়েছেন, প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।